ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় অ্যালবামে ব্যস্ত সাহানা

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৯, ২০১৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Sahanaবিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনে বাজপেয়ী বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তারা একসঙ্গে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বৃটিশ নাগরিক রিচার্ড হেররেটের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এবং বর্তমান তিনি লন্ডনে বসবাস করছেন। তার এক মেয়ে আছে। সাত বছর পর আবার সাহানা…
নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছেন সাহানা বাজপেয়ী। সাত বছর আগে ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘নতুন করে পাবো বলে’। অর্ণবের সংগীতায়োজনে অ্যালবামটি প্রকাশ করে বেঙ্গল মিউজিক। এরপরে বাংলাদেশে দু’টি ও কলকাতায় একটি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন সাহানা। গত অক্টোবরে কলকাতায় মুক্তি পায় ‘শিকড়’। এ অ্যালবামে সাহানার চারটি একক এবং স্যমন্তক সিনহা ও গৈরিক মুখার্জির সঙ্গে তিনটি ডুয়েট গান রয়েছে। এবার দ্বিতীয়বারের মত পূর্ণাঙ্গ রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার কাজে হাত দিলেন তিনি। সম্প্রতি তিনি আর ফেসবুক অ্যাকাউন্টে নিজেই ভক্তদের এ সুসংবাদ জানান।
সাহানা বাজপেয়ীর ছেলেবেলা কেটেছে শান্তিনিকেতনে। বাবা মা দুজনেই অধ্যাপক। মাত্র তিন বছর বয়সে বাবা বিমল বাজপেয়ীর কাছে সংগীতে হাতেখড়ি হয় সাহানার। শান্তিনিকেতনে পড়াশোনার পাশাপাশি চলে তার সংগীতচর্চা। পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ লাভ করেন।
প্রাণের টানে শান্তিনিকেতনে বছরের বড় একটি অংশ পার করেন তিনি। আর ব্যস্ত থাকেন গান নিয়ে। হাওয়া বদল, হাইওয়ে, আন্ডারকন্সট্রাকশন চলচ্চিত্রে রবি ঠাকুরের গান এবং আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন সাহানা। রবীন্দ্রসংগীতের দ্বিতীয় অ্যালবামটির সম্ভাব্য সংগীতায়োজক হতে পারেন স্যমন্তক সিনহা, তেমনই আভাস দিয়েছেন সাহানা বাজপেয়ী।