ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ইবোলা’র আগাম তথ্য দেবে কম্পিউটার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাঞ্জেরীে ডেস্ক

বিশ্বজুড়ে মূর্তমান আতঙ্ক ইবোলা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজ করবে কম্পিউটার। ছড়ানোর আগাম তথ্য জানিয়ে সতর্ক করবে। কম্পিউটারেরর মাধ্যমে হিসেব কষে বলে দেবে ভাইরাস ভৌগোলিকভাবে কোনদিকে ছড়াচ্ছে ইবোলা। কোন কোন দেশে দ্রুত পৌঁছাতে পারে। কম্পউটার প্রোগামের মাধ্যমে এমনই একটি উপায় উদ্ভাবন করেছেন জার্মান দুই গবেষক ডির্ক ব্রোকমান এবং ডির্ক হেলবিং।
বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের ব্রোকমান এবং জুরিখের ফেডারেল ইন্সটিটিউট অফ টেকনলজির ওই দুই গবেষক কম্পিউটারের যে মডেলটি তৈরি করেছেন তা বলে দেবে ভাইরাসটি কোন কোন দেশে হানা দিতে পারে।
এইচওয়ানএনওয়ান বা সোয়াইন ফ্লু, ইকোলাই এবং সিভিয়ার রেসপিরেটরি সিনড্রম-সার্স নিয়েও এমন গবেষণা করেছেন এই দুই উদ্ভাবক।

এবার ইবোলা নিয়ে গবেষণা করে ব্রোকমান বললেন, “রোগ সারানোর চাইতে তাদের বড় আতঙ্ক এটির সংক্রমণ প্রতিরোধ। এক্ষেত্রে আমাদের কম্পিউটারটি বেশ ভালো৷ তবে একটি জিনিস এটিতে নেই আর তা হলো ‘ফিডব্যাক’। এ বিষয়টিরও সন্নিবেশ ঘটানোর চেষ্টা করবো আমরা। তাতে অবশ্য কিছুটা সময় লাগবে।”

তবে বিমানে চড়ে মানুষ একদিনের মধ্যেই বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে বলে তাদের কম্পিউটারের অনুমান ভুল প্রমাণিত হতে পারে বলেও সততর্ক করেছেন গবেষকরা। তাই বিশ্বের নানা দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ আরো শক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।