ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সীমান্ত থেকে জামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৬ পিলারের ভারতের অভ্যন্তরে সোমবার রাত ১১টায় দিকে তাকে নিয়ে যাওয়া হয়।
জামাল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার বার জাতীয় গ্রামের মৃত. সাহেদ আলীর ছেলে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় ১৩৯ ব্যাটালিয়নের বার ঘটিয়া ক্যাম্পের বিএসএফ টহল দল জামান হোসেনকে ধরে নিয়ে যায়।
আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। জামাল হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে।