হাসান রেজা : রাজধানী ঢাকার মিরপুরস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র বীজ পরিবর্ধন খামারে নির্মিত হচ্ছে আধুনিক বীজ পরীক্ষাগার। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বীজ পরীক্ষাগারটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এ পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে। ৪তলা বিশিষ্ট এ ভবনে পরীক্ষাগারের পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরিও থাকবে। ২০১৪ সালের ২০ মার্চ থেকে ভবনের নির্মাণ কাজ শুরু হয়। বেটস্ কনসাল্টিং ফার্মস্ লিমিটেড প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত রয়েছে বলে জানা গেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৭তলা ভিত্তির উপর ৪তলা স্থাপনার মোট আয়তন ১ হাজার ৯শ’ ৮৪ বর্গমিটার। ভবনের প্রথম তলায় থাকবে একটি করে নমুনা রেজিস্ট্রেশন রুম, নমুনা প্রস্তুতকরণ রুম, বীজ সেটিং রুম ও ৩টি জার্মিনেশন চেম্বার। দ্বিতীয় তলায় থাকবে একটি করে ল্যামিনার ফ্লো চেম্বার, গ্রোথ চেম্বার, টেট্রাজোলিয়ান টেস্ট রুম, ২টি গার্ড নমুনা সংরক্ষণ রুম ও ৬টি পিউরিটি রুম। ভবনের তৃতীয় তলায় থাকবে একটি ট্রেনিং রুম, কনফারেন্স রুম, লাইব্রেরি, কম্পিউটার রুম ও রিডিং রুম। আর ভবনের ৪র্থ তলা প্রশিক্ষণার্থীদের ডরমেটরি হিসেবে ব্যবহার করা হবে। আধুনিক ফিটিংস ও আসবাবপত্রে সজ্জিত ডরমেটরিতে একই সময়ে প্রায় ৩০ জন প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী অবস্থান করতে পারবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষাগারটির নির্মাণ শেষ হলে সরকারি, বেসরকারি, এনজিও কর্মকর্তাদের বীজ সম্পর্কিত আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়াদির ওপর প্রশিক্ষণ প্রদান করা যাবে। বিএডিসি’র নিজস্ব বীজ পরীক্ষণের যে চাহিদা রয়েছে তা পূরণের পর বেসরকারি বীজ প্রতিষ্ঠানগুলোর বীজ পরীক্ষাও সম্ভব হবে। এ পরীক্ষাগারে প্রতি বছর ২০ হাজার বীজ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এ ছাড়া বীজ রফতানির জন্য বীজ পরীক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ISTA কর্তৃক এ পরীক্ষাগার সংযুক্ত (Accredited) হওয়ার যোগ্যতা অর্জন করবে। এতে বীজ রফতানির জন্য প্রয়োজনীয় বীজ পরীক্ষা শেষে প্রত্যয়নপত্র প্রদানের যোগ্যতা অর্জন সম্ভব হবে। বাংলাদেশে বীজ প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদানের যে সীমাবদ্ধতা ছিলো তা এ পরীক্ষাগার নির্মাণে দূর হবে বলে সংশ্লিষ্টদের অভিমত। এর পাশাপাশি এখানে সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করাও সম্ভব হবে।
প্রকল্পটির পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে। গুণগত এবং মানসম্পন্ন বীজ উৎপাদনে এই পরীক্ষাগারটি কার্যকরি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।