ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাহারি স্বাদের আচারি মাংস

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২১, ২০১৫ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

asari-mangsoলাইফস্টাইল ডেস্ক : ভালো রান্না মানে পরিমাণমত ঝাল লবণের মিশ্রণে সেদ্ধ কোনো খাদ্যদ্রব্য নয়। রান্নার ভিন্নতায় চাই স্বাদের বাহার। রান্নার স্টাইলে থাকতে হবে ভিন্নতার ছোঁয়া, যাতে প্রতিদিন একই খাবার খেলেও ভিন্ন লাগে। প্রতিদিন একই স্বাদের খাবারে পেট ভরে কিন্তু মন ভরে না। তাই মন ভরাতে আজ আপনাদের জন্য হাজির করা হল বাহারি স্বাদের আচারি মাংসের রেসিপি।
যা যা লাগবে
খাসি বা গরুর মাংস ১ কেজি, আম অথবা জলপাইয়ের ঝাল আচার ৩ টেবিল-চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, সরিষাবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, সরিষার তেল আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৮ থেকে ১০টি।
যেভাবে করবেন
মাংস টুকরা করে ধুয়ে আচার ও কয়েকটা কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিন। ফেড়নের মধ্যে এবার মাখানো মাংস ও পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রান্না ঢেকে রাখতে হবে আধা ঘণ্টা। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে আচার ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তাহলেই পেয়ে যাবেন বাহারি স্বাদের আচারি মাংস।