বিনোদন ডেস্ক : বিয়ের আগ থেকেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী বিন্দু। বিয়ের পর একেবারেই চুপ এ অভিনেত্রী। মন দিয়েছেন সংসারে। এদিকে তার অভিনীত একটি টেলিছবির মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় হাজির হতে যাচ্ছেন এ অভিনেত্রী।
‘চোখের আলো’ নামে এ টেলিছবিটি রচনা করেছেন লিটন ভূঁইয়া আর পরিচালনায় আছেন আদিত্য জনি। এতে একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়া আরো একটি চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আাহমেদ।
২২ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিছবিটি।