নিজস্ব প্রতিবেদক : বোমা হামলায় জড়িত দুষ্কৃতকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণার কথা বলেন।
পুরস্কার ঘোষণা করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘দেশে রাজনীতি থাকবে কি না সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। কেননা কোনো একজন নেত্রী অবরোধের ডাক দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না চালিয়ে সহিংস কর্মকাণ্ডে মেতে উঠেছেন। তিনি মানুষ হত্যা করে দাবি আদায়ের যে চেষ্টা করছেন তাতে ভবিষ্যতে রাজনীতিই থাকবে না।’