ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দক্ষতা দিয়ে বিদেশিদের স্থান দখল করতে হবে

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২১, ২০১৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

Nurul-Islamনিজস্ব প্রতিবেদক : টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে বিজিএমইএ’র প্রশিক্ষণ কেন্দ্রকে বেসকারি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বুধবার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বাস্তবধর্মী সিলেবাস করতে হবে। কারখানার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মশক্তি তৈরি করতে হবে। দেশে ১২ হাজার বিদেশি কাজ করে পোশাক শিল্পে। আমাদের দক্ষ লোকবল থাকলে সে অবস্থান দখল করতে পারবো। এজন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।’
নাহিদ বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে বিশ্বমানে। নতুন প্রজন্মের মধ্যে নীতিবোধ তৈরি হোক।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অধক্ষ্য ড. ইদ্রিস আলী প্রমুখ।