ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হরতালের পক্ষে-বিপক্ষে সুপ্রিমকোর্টে মিছিল

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২১, ২০১৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

supream-courtনিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্বরে উভয়পক্ষের আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
হরতালের সমর্থনে দুইপক্ষের মিছিলই সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে থেকে শুরু হয়ে মাজার গেট ঘুরে এসে শেষ হয়।
বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে অংশ নেন অ্যাডভোকেট আবেদ রাজা, শরিফ ইউ আহমদ, আরিফা জেসমিন নাহিনসহ শতাধিক আইনজীবী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধীদলের উপর দোষ চাপাচ্ছে।’
অপরদিকে একই সময়ে হরতালের বিপক্ষে আওয়ামীপন্থি আইনজীবীদের সংগঠন আওয়ামী যুব আইনজীবী পরিষদ মিছিল বের করে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে এ মিছিলটি করা হয়। মিছিল থেকে হরতালবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়।