নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারকে অবৈধ ও গণবিছিন্ন অ্যাখ্যা দিয়ে পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় শপথ নিলেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্বরে হরতালের সমর্থনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে সুপ্রিমকোর্টের আইনজীবীরা হাত উচিয়ে শপথ বাক্য পাঠ করেন।
শপথ বাক্য পাঠ করান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার খোকন উচ্চস্বরে বলেন ‘আমরা শপথ করছি, যে পর্যন্ত এই অবৈধ গণবিছিন্ন সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
খোকনের সঙ্গে শতাধিক আইনজীবী সমস্বরে এ শপথ বাক্য পাঠ করেন।