আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের হাদিথা বাঁধের কাছে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। রোববার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন,‘ইরাক সরকারের অনুরোধে এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সেনা ও স্থাপণাগুলোর প্রতিরক্ষায় আইএসের জঙ্গিদের বিরুদ্ধে হাদিথা বাঁধের কাছে ওই বিমান হামলা শুরু হয়েছে।’
তিনি আরো দাবি করেছেন, এই বিমান হামলার ফলে বাঁধের নিয়ন্ত্রণে থাকা ইরাকী নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের হুমকি থেকে রক্ষা পাবে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করে বলেছে, ওই মার্কিন হামলায় ইরাকের সামরিক বিমানগুলোও অংশ নিচ্ছে। তারা আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হাদিথা শহরের চারপাশে হামলা চালাচ্ছে।
এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, আনবার প্রদেশের বাঁধটি এখনো ইরাকিদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আইএসর যোদ্ধারা দেশটির প্রধান প্রধান বাধগুলোর ওপর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এসব বাধের দখল থেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন বাহিনী।
গত মাসে আইএস যোদ্ধারা প্রথমবারের মত ইরাকের অন্যতম এই হাদিথা বাঁধটি দখল করার চেষ্টা চালিয়েছিল। স্থানীয় সুন্নি উপজাতিদের সহায়তায় ইরাকি বাহিনী তাদের সে প্রচেষ্টা নসাৎ করে দেয়। এই বাঁধটি থেকে ছয়টি বিদ্যুৎ জেনারেটর পরিচালিত হচ্ছে। এছাড়া এটি হচ্ছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম জলাধার।
এর আগে গত মাসে উত্তরাঞ্চলীয় ইরাকের মসুল বাঁধ দখল করেছিল আইএস গোষ্ঠি। পরে মার্কিন বিমান হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
হাদিথা এলাকায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে এবারই প্রথমবারের মত বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।