আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের আলোচিত এক গণধর্ষণের দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড সাজা দেয়া হয়েছে। গত মাসে কাবুলে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে চার নারীকে অপহরণ ও ধর্ষণ করেছিল ওই অপরাধীরা।
এই ঘটনায় গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রেসিডেন্ট হামিদ কারজাই নিজে ওই সাত ব্যক্তির মৃত্যুদণ্ড দাবি করেছিলেন।
আফগানিস্তানের সামাজিক আন্দোলনের কর্মীদের অভিযোগ হচ্ছে, দেশটিতে প্রায়ই নারীদের বিরুদ্ধে নানা ধরণের সহিংসতার ঘটনা ঘটে থাকে। তবে এগুলোর খুব কম ঘটনায় অপরাধীদের সাজা দেয়া হয়।
সংবাদ সংস্থা এএফপি জানায়, রোববার কাবুলের এক আদালতে তড়িঘড়ি করে বিচার শেষ হয। তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন বিচারক।
কাবুলের পুলিশ প্রধান জহির জহির বলেছেন, গত ৩ সেপ্টেম্বর অপরাধীদের আটক করার পর দু ঘণ্টার মধ্যেই তারা অভিযোগ স্বীকার করে নেন।