আন্তর্জাতিক ডেস্ক
হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাস বলেন, যদি হামাস ঐক্য সরকারে থাকতে চায় তাহলে তাদেরকে গাজা পরিচালনার নীতি পাল্টাতে হবে।
এ সময় তিনি গাজায় হামাসের ছায়া সরকারের সমালোচনা করে বলেন, ‘অবশ্যই একটা সরকারের মাধ্যমে শাসন কাজ পরিচালনা করতে হবে।’ অবরূদ্ধ ফিলিস্তিনের দুটো অংশের মধ্যে গাজা নিয়ন্ত্রণ করে হামাস এবং পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে আব্বাসের দল ফাতাহ। দুটো দলের মধ্যেই পুরনো তিক্ত সম্পর্ক রয়েছে।
তবে গত এপ্রিলে দল দুটির মধ্যে একটি ঐক্য সরকার প্রতিষ্ঠিত হয়। গত জুনের শুরুর দিকে ঐক্য সরকারের মন্ত্রীরা গাজার বিভিন্ন দপ্তরের দায়িত্ব নিলে পদত্যাগ করে হামাসের নেতারা। কিন্তু তারপরেও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বজায় থাকে।
এদিকে গত জুলাইয়ে গাজায় হামলার ঘটানকে আগের হামলার থেকে ১০০ গুণ খারাপ হিসেবে অভিহিত করেন আব্বাস। তিনি জানান, গাজাকে পুননির্মিত করতে সাতশ কোটি টাকা খরচ হবে। আর এজন্য ১৫ বছরেরও বেশি সময় লাগবে। সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে গাজায় ২১শ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ৭১ জন ইসরায়েলির মৃত্যু হয়। এছাড়া ১৭ হাজার ফিলিস্তিনি বাড়ি ঘর ধ্বংস হয় ইসরায়েলি হামলায়।