বিনোদন ডেস্ক
সাবেক স্বামী রয় জে-র সঙ্গে ব্যাপক আলোচিত একটি সেক্সভিডিও রয়েছে কিম কার্দাসিয়ানের। তবে বতর্মান স্বামীর সঙ্গে একই রকমের কোনো সেক্সভিডিও প্রকাশ করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি এটিকে ‘মারাত্মক ভুল’ বলেও মনে করেন তিনি।
ব্রিটিশ জিকিউ সাময়িকীকে দেয়া এক সাক্ষতকারে বর্তমান স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন কিম।
কিম বলেন, ‘কেনির সঙ্গে খুব ভালো এবং সন্তোষজনক দাম্পত্য জীবন উপভোগ করছি। কিন্তু সেক্সভিডিও নির্মাণ করে এটিকে সকলের কাছে পরিবেশন করার মতো ভুল করতে চাই না। একই ভুল আর করতে চাই না।’
২০০৬ সালে রয় জে এবং কিমের বিচ্ছেদ ঘটে।