বিনোদন ডেস্ক
২০০৫ সালে তিনি জাপান ফাউন্ডেশন আয়োজিত ‘তাকেশি কায়েকো মেমোরিয়াল এশিয়ান রাইটারস লেকচার সিরিজে’ বাংলা ভাষার একমাত্র লেখক হিসেবে জাপানের চারটি ইন্টারন্যাশনাল সেন্টারে বাংলাদেশের সাহিত্য এবং তার নিজের লেখা নিয়ে বক্তৃতা করেন।
এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকা জল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, নেতা যে রাতে নিহত হলেন, মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র, একাত্তর, সুতোয় বাঁধা প্রজাপতি, যাবজ্জীবন, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।
সম্প্রতি তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সুতোয় বাঁধা প্রজাপতি অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত সরকারি অনুদানের চলচ্চিত্র আত্মদান-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইতে একই সাথে স্টার সিনেপ্লেক্সেও। তার দ্বিতীয় চলচ্চিত্র নায়ক রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী এবং এ বছর সরকারি অনুদানে নির্মিত হচ্ছে নদী উপাখ্যান। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতায়ও তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠের সম্পাদক।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, এস এম সুলতান পদক ও বাচসাস পুরস্কারসহ দেশ-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।