স্পোর্টস রিপোর্টার
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হংকংকে ৩-১ গোলে হারিয়ে এই কৃতিত্ব স্থাপন করে লাল-সবুজ পতাকাধারীরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকেও ৩-২ ব্যবধানে পরাস্ত করেছিল বাংলাদেশ।
এদিন বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন স্ট্রাইকার হাসান জুবায়ের নিলয়। খেলার ২৭, ৪৪ ও ৫৪ মিনিটে স্বাগতিক দলের পক্ষে গোল করেন তিনি। আর হংকংয়ের একমাত্র গোলটি এসেছে ম্যাচের ৫২ মিনিটে। পেনাল্টি কিকের সাহায্যে।
তবে হংকংয়ের বিপক্ষে এই জয়ের পরেও খুশি হতে পারেনি বাংলাদেশ দলের কোচ। কেননা গেল মার্চে এই হংকংকেই ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল চয়ন বাহিনী। কিন্তু এবারের জয়টা ৩-১ ব্যবধানে। অথচ বাংলাদেশের কাছে হার মানা শ্রীলঙ্কা এই দলটিকে আরো বড় ব্যবধানে হারিয়েছে।
রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের দিনে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার। এছাড়া মাঠে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল মীর মোহাম্মদ।