স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যানইউতে থাকাকালে যদি কোনো সময় ফিফা বর্ষসেরা পুরস্কার অর্থাৎ, ব্যালন ডি অর জেতেন তাহলে ইংল্যান্ডের ক্লাবটির কাছে অতিরিক্ত আরো ৪০ লক্ষ পাউন্ড আদায় করবে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ইংলিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
অবশ্য ডি মারিয়ার চুক্তিতে এই বিষয়টি যুক্ত করাতে খুব বেশি নাখোশ নয় ম্যানইউ। কারণ ডি মারিয়াকে ওল্ড ট্রাফোর্ডে উড়িয়ে আনতে ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড গড়েছে তারা। সেক্ষেত্রে আর্জেন্টাইন উইঙ্গার যদি নিজের নামের পাশে ব্যক্তিগত নৈপূণ্যের সর্বোচ্চ পদক লেখাতে পারেন তা তাদের অর্থ ব্যয়ের যথার্যতা প্রমাণ করবে। ব্রান্ড ভেল্যু বাড়াবে ক্লাবেরও।
প্রসঙ্গত, শনিবার নতুন এই ক্লজের বিষয়টি প্রকাশ পাওয়ার আগে চাঞ্চল্যকর এক তথ্য দেন অ্যাঞ্জেল ডি মারিয়া স্বয়ং। জানান, বিশ্বকাপ ফাইনালে না খেলতে তাকে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে চিঠি লিখে বাধা প্রদান করা হয়েছিল। অবশ্য ক্লাবের অন্যার্য সেই দাবি গ্রহণ করতে পারেননি আলবেসেলেস্তি তারকা। সেজন্য সেই চিঠিটাকে ছিঁড়ে ফেলেছিলেন। যদিও শেষ পর্যন্ত ইনজুরি তাকে মারাকানার বিশ্বকাপ ফাইনালে খেলতে দেয়নি।