স্পোর্টস ডেস্ক
বছরের এ সময়টাতে কিংস টাউনে বৃষ্টির উৎপাত বেশি থাকে।তাই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ড্র হবে এবং টাইগাররা কিছু পয়েন্ট অর্জন করে র্যাংকিংয়ে জিম্বাবুয়ের সঙ্গে তাদের রেটিং ব্যবধান কমিয়ে আনবে-দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে দেশি অনেক ক্রিকেট ভক্তই এমন হিসেব করে রেখেছিলেন।সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম দুই দিন শেষে তেমন আভাসও মিলছে।ওপেনার ব্র্যাথওয়েইটের দ্বিশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজ রান পাহাড় গড়লেও স্বাগতিকদের রান তোলার গতি ছিল খুবই মন্থর।দ্বিতীয় দিনে ৫৬ ওভার ব্যাট করে কোন উইকেট না হারালেও মাত্র ২.৫৫ গড়ে রান তুলেছে তারা।তাতে দুই দিনে ১৪৩ ওভার ব্যাট করেও ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৪০৭।স্বাভাবিক নিয়মে সেন্ট ভিনসেন্ট টেস্ট তাই ড্রই হওয়ার কথা।তবে সবকিছুই নির্ভর করছে বাংলাদেশি ব্যাটারদের ওপর।যদিও টাইগার ব্যাটারদের অধারাবাহিকতা অস্বস্তিতে রেখেছে ভক্তদেরকে।অন্যদিকে,প্রতিপক্ষের এ দুর্বলতার সুযোগ নিয়ে ড্র হওয়া ম্যাচটাই জিততে চাইছে ক্যারিবীয়রা।দ্বিতীয় দিনের খেলা শেষে মিডিয়ার সঙ্গে আলাপকলালে ব্র্যাথওয়েইট জানিয়েছেন,প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ম্যাচ জেতার চেষ্টা চালাবেন তারা।
ব্যাটিং উইকেট পেয়েও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশি।তবে প্রথম দিনে দলপতির মুখে হাসি ফোটাতে পারেননি রুবেল-আল-আমিনরা।আর দ্বিতীয় দিনেও সে ধারাবাহিকতা বজায় থাকায় সফরকারীদের দুর্দশা আরোও বেড়েছে।
ভোর রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত কিংসটাউনে টানা বৃষ্টি হয়েছে।ভেজা আউটফিল্ডের কারণে তাই দ্বিতীয় দিনের খেলা শুরু হতে হয়েছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।আর আবহাওয়াকে কাজে লাগিয়ে নতুন বলে ভালই বল করছিলেন রুবেল-আল-আমিনরা।তবে প্রতিপক্ষ বোলারদের কোন সুযোগ দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার ব্র্যাথওয়েইট ও চন্দরপল।তাই ৩ উইকেটে ৩৪৪ রান নিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা।৩০৫ বলের মোকাবেলায় বিরতির আগেই ক্যারিয়ারে প্রথমবারের মত দেড়শ ছাড়িয়ে যান ব্র্যাথওয়েইট।চা-বিরতি থেকে ফিরেও বেশ দেখেশুনে ব্যাট চালিয়েছেন তিনি।অন্যপ্রান্তে অভিজ্ঞ শিবনারায়ন চন্দরপল তাকে যোগ্য দিয়ে গেছেন যোগ্য সঙ্গ।৪৩৪ বলের মোকাবেলায় ১৪ চারে ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক পূর্ণ করা ব্রাথওয়েইট ২০৫(৪৩৭) রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।অন্যদিকে, ক্যারিয়ারের ৬৪তম টেস্ট অর্ধশতক(৫১) পূর্ণ করে অপরাজিত আছেন চন্দরপল।উইকেট না পেলেও দ্বিতীয় দিনেও লম্বা সময় বল করে গেছেন আগের দিনের দু উইকেট শিকারী তাইজুল।তার বোলিং ফিগার ৩৯-৮-১০৬-২।উইকেট শিকারী অপর স্পিনার শুভাগতর বোলিং ফিগার ৩৫-৬-৯৩-১।এছাড়াও উঠতি পেসার আল-আমিন ২২ ওভারের ১২টিই মেডেন নিয়েছেন।তবে ৪৩ রান খরচা করেও উইকেট পাননি তিনি।