ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঈদ ও পূজায় চুলের কাট

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৭, ২০১৪ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

hair-2 ঈদ ও পূজায় চুলের কাট ঈদ ও পূজায় চুলের কাট hair 2

লাইফস্টাইল ডেস্ক

কয়েকদিন পর একসঙ্গে আসছে দুটি ধর্মীয় উৎসব। এর একটি হচ্ছে ঈদ ও অন্যটি পূজা। এ উৎসব দুটিকে সামনে রেখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে এর মধ্যে নারীরা বিশেষ করে তরুণীরা ছুটে চলছেন পার্লারগুলোতে। ঈদ ও পূজায় নারীরা পায়ের নখ থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করেন। নারীর সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে তার চুলের কাটের উপর। প্রাচীনকাল থেকে নারীরা চুলের সৌন্দর্যের ব্যাপারে দারুণ সচেতন। ঈদ, পূজা ও অন্যান্য উৎসবে সচেতনা যেন আরো বেড়ে যায়।

দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে হেয়ার কাটও। বর্তমানে নারীরা হেয়ার কাট দেয়ার ক্ষেত্রে সময়োপযোগী ফ্যাশনেবল কাটটি বেছে নিচ্ছেন। যে কাটটিই দেন না কেন, চুলে কাট দেয়ার আগে চুলের ধরন, বয়স এবং মুখের গড়নের দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে পরিপূর্ণ সৌন্দর্য ফুটে উঠবে।

যাদের চুল সিল্কি তারা সামনে ব্যাঙ্কস পেছনে লং লেয়ার কাট দিতে পারেন। এই কাটটি সাধারণত তরনীদের ভালো মানায়। কোঁকড়া চুলের জন্য একটু মোডিফাই করে গ্লোরিয়াস লেয়ার স্টেপ দিতে পারেন। হালকা কোঁকড়ানো চুলে ভলিউম কাটে দারুন মানিয়ে যায়। যাদের চুল ছোট তারা গ্রাজুয়েট কাট ও টুইটি কাট দিতে পারেন। লম্বা চুলের মেয়েদের জন্য রয়েছে ভলিউম লেয়ার, লং স্টেপ, লেয়ার স্টেপ। টিনএজদের ক্ষেত্রে স্লাইড, স্টেপ লেয়ার, ভলিউম, ইমো কাট ভালো মানিয়ে যায়। সব বয়সের সব ধরণের চুলের সহজ-সরল কাট হচ্ছে চুল সমান করে কাটা। এই কাট সব বয়সী নারীদের সহজে মানিয়ে যায়। চুল পাতলা হলে স্টেপ কাট দিতে পারেন।

মুখের গড়ন অনুযায়ী কাট দিতে চাইলে-
যাদের মুখের গড়ন লম্বা তাদের কপালের গড়ন বেশ চওড়া হয়। চওড়া কপাল ঢাকতে চাইলে ব্যাঙ্কস কাট কাটতে পারেন। এতে সামনের চুলগুলো কপালের ওপর পড়ে থাকবে, কপাল বড় লাগবে না। আর পেছনের চুলগুলো লম্বা হলে ইউ, স্টেইট বা লেয়ার কাটতে পারেন।

গোল মুখ দেখতে অনেকটা ভরাট। তাই সামনে থেকে লেয়ার করে গালের বেশকিছু অংশ ঢেকে রাখলে মুখ লম্বাটে লাগবে। কপালের ওপর চুল ফেলে না রেখে মাথার তালুর দিকে ছোট ছোট স্টেপ করে কাটলে চুলটা ফোলা ফোলাও দেখা যাবে।

চৌকা মুখের গড়ন যাদের তারা স্কয়ার লেয়ার কাট দিতে পারেন, ইচ্ছে করলে চুলের ওপর দিকটা একটু ব্যাঙ্কস করে ফুলিয়ে নিতে পারেন।

ছোট মুখে এমন কাট দিতে হবে যাতে মুখ দেখতে বড় লাগে। চুল দিয়ে মুখের কোনো অংশ ঢাকা না পড়ে। এ ক্ষেত্রে একটু বড় করে লেয়ার, স্কয়ার লেয়ার, ব্যাঙ্কস ও স্টেপ কাট দিতে পারেন। ছোট মুখে লম্বা চুল বেশ মানায়।

চুল কাটার আগে অবশ্যই শ্যাম্পু করে নিন এবং অল্প অল্প করে কাটুন যাতে শেপ করতে বেশি চুল কাটতে না হয়। চুলের কাট পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে ১০ থেকে ১৫ দিন আগে কাটুন।