ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৮, ২০১৪ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্কুল বন্ধ লালমনিরহাটে শিক্ষা কার্যক্রম ব্যাহত লালমনিরহাটে শিক্ষা কার্যক্রম ব্যাহত RobinMilford 1322678692 1 SAM 2449 e1410151572171লালমনিরহাট প্রতিনিধি :

দুই পক্ষের বিরোধের জের ধরে লালমনিরহাটে কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে জেএসসি ও এসএসসির শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

জানাগেছে, কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয় জেলা সদরের খুনিয়াগাছ ইউপির তিস্তা নদীর তীরে অবস্থিত। কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও একাডেমিক ভবন নির্মাণে সম্প্রতি  প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ আসে। আর এ ভবন নির্মাণ নিয়ে এলাকাবাসী দুই দলে বিভক্ত হয়ে পড়েছে।

স্কুল স্থানান্তর নিয়ে গত ১২ আগস্ট দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের  ১৫ জন আহত হন।

উত্তেজনা ও পুনরায় হামলার ভয়ে সেই দিনের পর হতে কালমাটি আদর্শ উচ্চ  বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ২৮দিন ধরে বিদ্যালয়টি বন্ধ রয়েছে।

তবে শিক্ষার্থীদের একাংশ কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে প্রতিদিন আসে। সেখানে  শিক্ষক কর্মচারিরা আসে না। স্থানান্তরিত নতুন স্কুল ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীরা উপস্থিত থাকে। হামলার পর হতে পুনরায় হামলার ভয়ে সেখানে শিক্ষার্থীরা যায় না।

এদিকে  ৮ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় (জেএসসি) ও এসএসসি পরীক্ষায়। পাঠদান বন্ধ থাকায় শতাধিক ছাত্র-ছাত্রীর অভিভাবক চূড়ান্ত পরীক্ষার ফলাফল নিয়ে শঙ্কিত।

তারা বলছে, ‘সন্তানদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের বিরোধ নিরসনের জন্য অভিভাবকরা  জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেও কোনো সুফল পাননি।’

জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন সরেজমিনে পরিদর্শন করে ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত পুরাতন একাডেমিক ভবনে বিদ্যালয়টির কার্যক্রম চালু রাখার নিদের্শ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক মো. নায়েক আলী মিয়া জানান, তার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে এসএসসি পর্যায়ে  বিজ্ঞান ও মানবিক দু’টি শাখা রয়েছে। ভবন নির্মাণ নিয়ে জটিলতার কারণে পাঠদান স্থগিত রয়েছে বলে তিনি জানান।