ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ডিজাইনারস জিন্স লিমিটেড
মামলার প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৮, ২০১৪ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Ashulia

আবুল হায়াত বাচ্চুু, সাভার

শিল্পাঞ্চল আশুলিয়ার বেরণ এলাকায় ডিজাইনার জিন্স লিমিটেডের শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের বন্ধ কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে জামগড়া এলাকায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের সামনে মানববন্ধন করেন। এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রমিক নেতা শাকিল আহম্মেদ, মো. ইব্রাহীম, তুহিন চৌধুরী, ফরিদুল ইসলাম মিজান ও কাইয়ুমসহ আরো অনেকে।
এ ব্যাপারে শ্রমিকরা জানান, ২৫ আগস্ট তাদের সহকর্মী জাহাঙ্গীর নামে দুই শ্রমিককে ট্রেড ইউনিয়ন করার অপরাধে কারখানা হতে বের করে দেয়া হয়েছে। এ ঘটনায় পরের দিন কারখানার শ্রমিকরা বরখাস্তকৃত শ্রমিকদ্বয়কে চাকুরিতে পুনর্বহালের দাবি জানায়। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। কারখানাটির উৎপাদন বন্ধ রেখে ১ হাজার ৭শ’ শ্রমিক কর্মবিরতি পালন করাকালে মালিকপক্ষ তাদেরকে বিভিন্ন পন্থায় কাজ করতে বাধ্য করে। তাছাড়াও শ্রমিকদেরকে মারধর করে বিকেলে তাদেরকে কারখানা থেকে বের করে দেয়।
শমিকরা আরও জনান, গত ২৭ আগস্ট কারখানার প্রধান ফটকে প্রায় ৩শ’ শ্রমিককে বরখাস্তের নোটিশ সাঁটিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। নোটিশ দেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ করার সময় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এ ঘটনায় ২৮ আগস্ট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) শরীফ হোসেন বাদী হয়ে ভাংচুর, চুরি, ক্ষতিসাধন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ১১০ শ্রমিককে এজাহারভুক্ত করে অজ্ঞাত ৩শ’ ১০ শ্রমিককে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে শরীফ হোসেন দৈনিক পাঞ্জেরীকে জানান, এজাহারভুক্ত ১১০ শ্রমিকসহ ৩শ’ ১০ শ্রমিককে আসামি করে মামলা হয়েছে। মামলা নং ৫৩। অযৌক্তিক দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ, ভাংচুর, মেশিনের যন্ত্রাংশ চুরি, কর্মকর্তাদের মারধরসহ ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করায় এ সকল উচ্ছৃঙ্খল শ্রমিকদের নামে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে থানার সূত্রে জানা যায়, ডিজাইনার জিন্স লিমিটেড পোশাক কারখানার ১শ’ ১০ শ্রমিকসহ আরো ২শ’ শ্রমিককে আসামি করে এদের বিরুদ্ধে ১৪৩/৪৪৮/৩৪২/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কারখানা এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।