নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘মানুষের সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়ন্ত্রণ ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।’
সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সুপ্রিম কোর্ট দক্ষিণ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করে মওদুদ বলেন, ‘এবিএম খায়রুল হক এক মুখে দুই কথা বলেন।’
প্রসঙ্গত, গতকাল রোববার বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেয়ার জন্য সংবিধান (ষোড়শ সংশোধনী) বিল ২০১৪ সংসদে পেশ করা হয়।