ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিমান থেকে পড়ে গেল তেলের ট্যাংক

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৮, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Narsingdi-biman-PICনরসিংদী প্রতিনিধি

জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকায় বিমান থেকে দুটি তেলের ট্যাংক মাটিতে পড়ে গেছে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের পিবিনগর ও কাশিমনগর গ্রামে তেলের ট্যাংক দুটি পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুটি বিমান পাশাপাশি উড়ছিল। হঠাৎ একটি বিমান থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর বিকট শব্দে দুটি বস্তু মাটিতে আছড়ে পড়ে। একটি কাশিমনগর গ্রামে বসতবাড়ির পাশে এসে পড়ে। অপরটি পড়ে আনুমানিক ৫০০ গজ দূরে পার্শ্ববর্তী পিবিনগর গ্রামের কৃষি জমিতে।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে, শত শত মানুষ বস্তু দুটি দেখতে ভিড় জমায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এসময় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বিমান বাহিনীর উইং কমান্ডার এনামুল হকের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, খসে পড়া বস্তু দুটি বিমানের অতিরিক্ত অয়েল ট্যাংকার। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন।

তিনি আরো জানান, বস্তু দুটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাংকার। বিমানটি জরুরি ভিত্তিতে ঢাকার তেজগাঁওয়ে অবতরণ করেছে।