স্পোর্টস ডেস্ক
ভারতীয় ভিসা সমস্যায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে লাহোর লায়ন্সের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশগ্রহণের অভিযান। লায়ন্স পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন। এ কারণেই দলটি সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে। যেটি অনুষ্ঠিত হবে এ মাসের মাঝামাঝিতে। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়নে ভিসা সমস্যায় পড়েছে লাহোরের দলটি।
লায়ন্সকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাফিজ। দলের বড় তারকাদের মধ্যে আছেন উমর আকমল-আহমেদ শেহজাদের মতো নামও। বাছাইপর্বে ১৩ সেপ্টেম্বর লায়ন্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এ লক্ষ্যে মঙ্গলবারই তাদের পাকিস্তান ছাড়ার কথা। ‘আমরা সেখানে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’-বলেছেন হাফিজ। এরপর লায়ন্স অধিনায়ক যোগ করেন,‘ আমরা সবাই জানি প্রথম পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা ফোকাস করছি বাছাইপর্বের দিকে, তারপর পরের রাউন্ডে। গত দুই বছর আমরা একটা দল হিসেবে দারুণ ক্রিকেট খেলেছি। তাই আমাদের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে।’