বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করে যাবেন যুবলীগ নেতা আব্দুল বাতেন। ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে হাতে খড়ি আব্দুল বাতেনের। তিনি যুবলীগের রাজনীতিতে বেশ সক্রিয়। যুবলীগ নেতা আব্দুল বাতেনের রয়েছে ব্যাপক পারিবারিক পরিচিতি। তার পিতার নাম মো. খোরশেদ আলম, মাতা সাহেদা আলম। তিনি ১৯৭২ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় বসবাস করেন। আব্দুল বাতেন একজন ব্যবসায়ী। তিনি স্নাতক ডিগ্রীধারী এবং তথ্য-প্রযুক্তি জ্ঞান বিষয়ক ‘সার্টিফিকেট ইন কম্পিউটার এপ্লিকেশন’ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকাস্থ মহাখালী আইসিডিডিআরবি এর অধীনে সীমান্তিক নামে মা ও শিশু বিষয়ক একটি গবেষণা কর্মে কো-অর্ডিনেটর হিসেবে ২০০২ সালের জানুয়ারী হতে জুন পর্যন্ত কাজ করেন। তিনি ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা খেলায় বেশ পারদর্শী।
বিভিন্ন সময়ে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষের সেবা প্রদান করেন তিনি। এছাড়া সামর্থ অনুযায়ী অসংখ্য দরিদ্র ও অসহায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় সহযোগিতাও করেন। এলাকার মসজিদ-মাদ্রাসা ও বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে দেশের শিক্ষা প্রসারের কাজ করে যাচ্ছেন মো. আব্দুল বাতেন। একাধিক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে স্কুলজীবন থেকে সম্পৃক্ত আছেন তিনি।
১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে মিথ্যা মামলায় যুবলীগ নেতা আব্দুল বাতেন ২ মাস ২৭ দিন কারাবরণ করেন। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকার আমলে তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ ৫টি মিথ্যা মামলা দায়ের করা হয়। ২০০১ সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার আমলে তার গ্রামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ২০০২ সালে মিরপুরে হরতাল পালনের সময় পুলিশী নির্যাতনের কারণে তার ডান হাত ভেঙে যায়।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ৯০-এর স্বৈরাচারবিরোধী ‘সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ’-এর মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বৃহত্তর ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর কার্যকরী কমিটর সদস্য মনোনীত হন মো. আব্দুল বাতেন।
১৯৯১ সালে বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সদস্য, ১৯৯২ সালে বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯৩ সালে ১০নং ওয়ার্ড ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সদস্য এবং ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাফরুল থানা ঢাকা মহানগর উত্তর এর দপ্তর সম্পাদক নির্বাচিত হন তিনি।
২০১২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়ে অদ্যাবধি নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি ১৯৯১ ও তৎপরবর্তী প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করেছেন এবং ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিগত ২০০১-০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ১৫ ফেব্রুয়ারির জনবিচ্ছিন্ন প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে আওয়ামী রাজনীতির বিভিন্ন কর্মসূচির সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার পাশাপাশি সকল প্রকার দলীয় কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। যে কারণে পরবর্তীতে বিভিন্ন সময়ে আব্দুল বাতেন ও তার পরিবার বিভিন্ন ধরনের পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হন।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করাই তার একমাত্র লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত, জঙ্গিবাদমুক্ত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করা এবং রাজনৈতিক ও সামাজিকভাবে জনসেবা করে যাচ্ছেন আব্দুল বাতেন।
বংশ পরম্পরায় পারিবারিকভাবেই তারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও তাদের প্রায় সব আত্মীয়-পরিজনও একই আদর্শ লালন করেন।
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিটি কর্মসূচি ও কার্যক্রমে কাজ করে যাচ্ছেন তিনি। বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্লোভ, আস্থাভাজন সাবেক এই ছাত্রনেতা থেকে যুবনেতা হিসেবে ঢাকা মহানগর উত্তরে যুব নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আব্দুল বাতেন।
বিএনপি ও জামায়াতের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সকল অপশক্তিকে মোকাবিলা করে আমরা সামনে এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে তাদের সকল আন্দোলন সংগ্রাম মোকাবিলা করবো আমরা।’