ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ বক্তা কর্তৃক তথাকথিত জাতীয় ইজতেমা উদযাপন : প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের নাম অবৈধ ও বেআইনী ভাবে ব্যবহার করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা মিলন সমাজ মাঠে ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষিদ্ধ তালিকাভুক্ত ইসলামিক বক্তা মুজাফফার বিন মহসীন এর নেতৃত্বে তথাকথিত জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হলেও প্রশ্নবিদ্ধ ভূমিকায় স্থানীয় প্রশাসন। বিতর্কিত বক্তাদের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধি নিষেধ থাকলেও ত্রিশালে প্রশাসনের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন । উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সম্মুখেই সরকারের তালিকাভুক্ত নিষিদ্ধ বক্তার বীরদর্পে পোগ্রাম করায় নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন তুলছেন প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে। ইতিপূর্বে মুজাফফার বিন মহসীন প্রখ্যাত টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবেও রিমান্ডসহ দীর্ঘদিন কারাভোগ করেছেন। অতি বিতর্কিত বক্তা মুজাফফর এর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার বদলে নিরবতায় হতবাক সুশিল সমাজ।
ধর্মীয় সহিংসতা রোধ সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় বিতর্কিত নিষিদ্ধ বক্তা কর্তৃক বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের নাম অবৈধ ও বেআইনী ভাবে ব্যবহার না করতে দ্রুত পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন দফতরে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবেদন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন । তবুও কোন ব্যবস্থা না নেওয়ায় অপরাধীর সাথে প্রশাসনের সখ্যতা থাকার ইঙ্গিত বহনের দাবিও তুলেছেন তাঁরা।
বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পলাশ মাহমুদ বলেন, কেন্দ্রীয় অনুমতি ছাড়া আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিতর্কৃত বক্তা দিয়ে ইজতেমা আহ্বানের তীব্র নিন্দা জানাচ্ছি। উক্ত ঘটনা আমরা প্রশাসনকেও লিখিতভাবে অবহিত করেছি। সংগঠনের অনুমতি ছাড়া সংগঠনের নাম ব্যবহার করা গঠনতন্ত্র বিরোধী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।