বিনোদন ডেস্ক
ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে গান গাওয়ার নজির কেবলমাত্র নাটক সিনেমাতেই দেখা যায়। কিন্তু পপ তারকা লেডি গাগা সত্যি সত্যি এমনটি করে দেখিয়েছেন। সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গাগা, তার প্রেমিক টেইলর কিনির উদ্দেশ্যে একটি গান গেয়ে শোনান।
আর এ সময় মঞ্চের পাশেই অবস্থান করছিলেন ভাগ্যবান প্রেমিক টেইলর কিনি। এদিকে কনসার্ট শুরুর আগে দুজনে একসঙ্গে রেডকাপের্টে দাঁড়িয়ে ছবি তোলেন।