ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের ধাওয়ায় বাংলাদেশির মৃত্যু

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৮, ২০১৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

bsfলালমনিরহাট প্রতিনিধি

হাতীবান্ধায় বিএসএফের ধাওয়ায় পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আমিনুর রহমান (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার মধ্যসিঙ্গিমারী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে সিঙ্গিমারী নদীতে মাছ শিকার করতে যান আমিনুর রহমান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ধাওয়া দিলে প্রাণ রক্ষায় সে দৌড়ে বাড়িতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আমিনুর রহমান তিনি উপজেলার মধ্যসিঙ্গিমারী গ্রামের জফির উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এলাকার কয়েকজন সোমবার ভোরে ৮৯১ নং সীমান্ত মেইন পিলারের কাছ সিঙ্গিমারী নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার ফুলবাড়ি ক্যাম্প বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে। অন্যদের সঙ্গে পালিয়ে আসার সময় আমিনুর রহমান ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

কোনো কারণ ছাড়াই বিনা উস্কানিতে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধাওয়া করে বলেও অভিযোগ করেন নিহতের স্বজনরা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।