ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা যোগীরছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলাউদ্দিন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান মন্ডল।
প্রাচীনকাল থেকেই জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এ ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে যোগীরছিট উচ্চ বিদ্যালয়। যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল কাদের মীরের সভাপতিত্বে ও যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল।
বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ‘আনন্দ কল্লোল’ এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এবং এ আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাই বেপারী, যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য মো. আব্দুল হাই সরকার, শারফুল ইসলাম উপজেলা যুবলীগ, এড. রোমান মন্ডল জেলা সেচ্চাসেবক লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি আবুল কাশেম বেপারী, যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. কামাল পারভেজ, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. মাইনউদ্দিন মাস্টার, ৪নং ওয়ার্ড কাওরাইদ ইউনিয়ন পরিষদ সদস্য মো. মমিনুল কাদের মীর, যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম শাহিন, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া, যোগীরছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আনিছুর রহমান, যোগীরছিট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুনুর রশীদ, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির।
সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন- যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মো. সাহাবউদ্দিন বিএসসি, মো. জালাল উদ্দিন বিএসসি, মো. নুরুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. আ. আহাদ শেখ বিএসসি, মো. নুরুজ্জামান বিএবিএড, মো. আমিনুল হক, মোছা. মাজেদা খাতুন, মোছা. তাহমিনা আক্তার, মোছা. পারভীন আক্তার, মোছা. আফরোজা শাহীন, মো. নাজমুল হক মামুন, মো. বোরহান উদ্দিন, মো. অদুদ মিয়াসহ প্রমুখ।