বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়া এবং সম্প্রচার নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে আগামীকাল বুধবার ঢাকা ছাড়া সারাদেশে এবং বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আদালতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে এবং প্রধানমন্ক্রীর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই এ আইন করা হচ্ছে। এ আইন পাস হলে বিচারপতিরা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে। সরকারের অপকর্ম যাতে ফাঁস না হয় সেজন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। জনগণ ক্ষমতাসীন দলের ওপর অতিষ্ঠ।’
প্রসঙ্গত, গত রোববার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিধান রেখে একটি বিল সংসদে তোলা হয়। আর কয়েকদিন আগে সম্প্রচার নীতিমালা ২০১৪ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।