নিজস্ব প্রতিবেদক
এক হাজার ৭৭২ কোটি টাকা ব্যয়ে টাকা ব্যয়ে ৪ প্রকল্প চূড়ান্ত অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত ৪টি প্রকল্পই নতুন।
মঙ্গলবার একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, এ প্রকল্পগুলো ব্যয়ের এক হাজার ৭৩৬ কোটি টাকা আসবে সরকারি খাত থেকে।
প্রকল্পগুলোর মধ্যে- চট্রগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯ কোটি ৭০ লক্ষ টাকা। বাস্তবায়নকাল জুলাই ২০১৪ হতে জুন ২০১৮ পর্যন্ত। প্রাক্কলিত ব্যয়ের মধ্যে জিওবি এক হাজার ৬৩ কোটি ৬২ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৬ কোটি ৮ লক্ষ টাকা।
বিদ্যুৎ বিভাগের অধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়িত করবে। এ প্রকল্পের আওতায় ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে বিদুৎ সেবার আওতায় আনার লক্ষে চট্রগ্রাম জোনের বিদ্যমান দুর্বল বিতরণ অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে সভায় জানানো হয়।
পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর) প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ৫শ’ ৬৪ কোটি ১১ লক্ষ টাকা। অর্থায়ন করবে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ পর্যন্ত।
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর জেলায় পল্লী অবকাঠামো অপ্রতুল হওয়ায় উক্ত অঞ্চলে পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পটি নির্বাচন করা হয়েছে।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। সরকার পুরো প্রকল্পের অর্থায়ন করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
নড়াইল জেলার সদর উপজেলাধীন পুরাতন ফেরীঘাট সংলগ্ন চিত্রা নদীর উপর ১৪০ মিটার ব্রিজ এবং ১৪০ মিটার ভায়াডাক্ট নির্মাণ প্রকল্প। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১৩ লক্ষ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) জুলাই ২০১৪ হতে জুন ২০১৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেক সভাটি ২০১৪-১৫ অর্থবছরের ৭ম এবং বর্তমান সরকারের ২২ তম একনেক সভা।
বর্তমান সরকারের আমলে এই ২২টি সভায় ১১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় এক লাখ ২ হাজার ১০৩ কোটি টাকা। যার মধ্যে জিওবি ৩৩ হাজার ৬৮ কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩ হাজার ৫শ’ ৭০ কোটি টাকা এবং
প্রকল্প সাহায্য ৬৪ হাজার ৪০৫ কোটি টাকা।
অপরদিকে, ২০১৪-১৫ অর্থবছরে এ পর্যন্ত মোট ৩১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। যার মোট প্রাক্কলিত ব্যয় ৫৮ হাজার ৫১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১৬ হাজার ১শ’ ৩৬ কোটি, প্রকল্প সাহায্য ৩৯ হাজার ৬শ’ ৭৩ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল দুই হাজার ২শ’ ৪২ কোটি টাকা।