
নিজস্ব প্রতিবেদক
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলার হাজিরা দিতে বুধবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার এই দুই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে যাবার কথা ছিলো খালেদা জিয়ার। অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দুটি দায়ের করে।
এ বিষয়ে খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, বুধবার আদালতে সাক্ষ্য দিতে যাবেন না খালেদা জিয়া। তার পক্ষ থেকে আইনজীবীরা হাজির হয়ে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করার আবেদন করবেন।
গত বুধবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালত ভবনে শুনানি শেষে ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। সেদিন খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন এ দিন ধার্য করেছিলেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়ের আদালত।