ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাবেক এমপিকে ধাওয়া

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৯, ২০১৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

bnp-logo

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শাহনুরুল কবীর শাহীনের গাড়ি বহরে সশস্ত্র হামলা চালিয়েছে উপজেলা বিএনপির অপর একটি অংশ। এতে আহত হয়েছে বিএনপির দুই নেতা। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর সোনালী ব্যাংকের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
দলীয় সূত্রমতে, মঙ্গলবার বিকেলে উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ ছিল। তবে একই স্থানে বিএনপির দুই গ্রুপ সমাবেশের প্রস্তুতি নেয়। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ উপস্থিত হয়ে সমাবেশের স্থান স্থানাস্থর করেন।
এদিকে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি শহীন অনুষ্ঠানের দিকে বিকেলে রওনা দিয়ে ঈশ্বরগঞ্জ সোনালী ব্যংকের সামনে পৌঁছলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সমর্থকরা। তারা এমপিসহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজন ও যুবদল নেতা ফরিদ মণ্ডলকে দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। তারা পালিয়ে গেলে হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ব্যাপারে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন বলেন, হামলাকারীদের লক্ষ ছিলাম আমি। কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। তবে তারা কর্মীদের ওপর হামলা করেছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একে এম হারুন অর রশিদ জানান, সাবেক এমপি শাহীনকে আহ্বায়ক করে উপজেলা বিএনপি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি তা না করে নিষ্ক্রিয় থাকেন। তাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি পুরো উপজেলায় কাউন্সিল করেছেন। কিন্তু ফের এমপি শাহীন ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল করার চেষ্টা করলে বাধা দেয়া হয়।
এদিকে এমপি শাহীনের গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিএনপির একাংশ সন্ধ্যায় উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলকে প্রতিহত করতে হারুন গ্রুপ অস্ত্রনিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে হারুন সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।