
নিজস্ব প্রতিবেদক
আগামী দিনগুলোতে স্বাস্থ্যখাতে বাংলাদেশ-ভারত এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সীমান্ত যেহেতু খুবই স্পর্শকাতর সেহেতু ম্যালেরিয়া, কালাজ্বরসহ সকল স্বাস্থ্যসেবায় আমাদের এক হয়ে কাজ করতে হবে।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
নাসিম বলেন, ‘হেলর্থ কার্ডে ভারত অনেকদূর এগিয়েছে। এ বিষয়ে আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। দেশের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে আমরাও হেলথ কার্ড কার্যক্রম হাতে নিচ্ছি।’
একইসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেওে ভারত অনেকদূর এগিয়েছে। আমরা তাদের সঙ্গে টেকনলোজি আদান-প্রদান করবো। তারা আমাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবো। তারা আমাদের চিকিৎসকদের ট্রেনিং দেবে।’