
রাজশাহী প্রতিনিধি
ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ফিঙ্গারপ্রিন্ট হওয়ায় ভুয়া ভোটার এখন কাল্পনিক বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবুদ্দিন আহমদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর নানকিং দরবার হলে প্রার্থী বাছাই ব্যবস্থাপনা ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য বলেন।
সিইসি বলেন, ‘ভুয়া ভোটার এখন কাল্পনিক বিষয়। ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ফিঙ্গার প্রিন্টের মধ্য দিয়ে কমিশন এ বিষয়টি আরও সুদৃঢ় করেছে। এখন একই ব্যক্তির দুই জায়গায় ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সারাদেশে একযোগে কাজ করে যাচ্ছে।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমিশনকে যুগোপযোগী করার চেষ্ট চলছে জানিয়ে কাজী রকিবুদ্দিন আহমদ বলেন, ‘টেকনোলজির ব্যবহার আমাদের দেশেই নয়, সারা বিশ্বে স্বীকৃত। এজন্য দক্ষতা বৃদ্ধিতে নির্বাচনী কর্মকর্তাদের দেশ-বিদেশে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের কাজে লাগবেন এটাই আমার প্রত্যাশা।’
বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কমিশনের যুগ্ম সচিব জেসমিন তুলি, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাশ চন্দ্র সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নির্বাচন কর্মকতা সাইফুল ইসলাম।