ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গা ও তাজুলকে অব্যাহতি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১০, ২০১৪ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

RANGA মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে জাপার স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মশিউর রহমানা রাঙ্গা ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে।

খবরটি নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সহকারী সাবেক মেজর খালেদ।

বুধবার দুপুরে রাজধানীর বনানী পার্টি অফিসে এ সিদ্ধান্ত নেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।

তিনি জানান, ‘পার্টির নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে স্যার পার্টির ৩৯ ধারা মোতাবেক অব্যাহতি দিয়েছেন। ’

এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা সংসদীয় কমিটির এক সভায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়ে  এরশাদকে আগে তার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে আসার জন্য মন্তব্য করেছিলেন তিনি।

অপরদিকে তাজুল ইসলাম এক গণমাধ্যমকে বলেছিলেন আগে এরশাদ পদত্যাগ করুক, তারপর আমরা পদত্যাগ করবো। তার এমন বক্তব্যের জের ধরে মঙ্গলবার  নেতাদের সামনেই এরশাদ বলেছিলেন, ‘আমি ওকে দল থেকে বহিস্কার করবো।’