ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর হামলার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরো বিস্তারিত কথা শুনব। এছাড়া আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কতটুকু সাহায্য করতে পারি, ওই বিষয়েও আমরা সিদ্ধান্ত নেব।’ উপদেষ্টা বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলাকারীরা সবাই দুর্বৃত্ত। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে। আগেও ছিল। এখনো আছে। আগামীতেও থাকবে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় ও যাদের বাড়িঘর বা অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করছি।’
তিনি বলেন, ‘মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে আক্রমণটা একটু বেশি হয়েছে। পুলিশ যেহেতু যোগদান করেছে আমরা আশাবাদী এরকম দুর্ঘটনা আর ঘটবে না। এছাড়া সংখ্যালঘুদের ওপর আক্রমণ প্রতিরোধে তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করা হবে।’