রাজধানীর উত্তর সিটি করপোরেশনের মিরপুর এলাকার সড়কের ও দেয়ালের পোস্টার, ব্যানার-ফেস্টুন অপসারণ করেছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। বৃহস্পতিবার দুপুর থেকে মিরপুর ৬০ ফিট এলাকার সড়কের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেন তিনি। এরপর ধারাবাহিকভারে মনিপুর, মোল্লাপাড়া, পীরেরবাগ, পাকা মসজিদ, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, মিরপুর-১০, মিরপুর-১৩, মিরপুর-১৪ এর সড়কে প্রদর্শিত ব্যানার অপসারণ করেন তিনি। এসময় মিরপুর-কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।