কেসিসির ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেডএ মাহমুদ ডনের সরাসরি নির্দেশে নগরীর পূর্ব বানিয়া খামারের আল আমিন শেখকে হত্যা করা হয়েছিল। শনিবার নিহতের ভাই তৌহিদুল ইসলাম খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জুলাই আমার ভাই আল আমিন শেখকে খুলনা থানার পূর্ব বানিয়া খামারের লোহার গেটে মামুনের রিকশা গ্যারেজের মধ্যে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়। এ সময় কাউন্সিলর ডন চেয়ারে বসে হত্যার নির্দেশ দেন। পাশাপাশি কাউন্সিলর ডন প্রভাব খাটিয়ে তার পছন্দ মতো লোকদের বিরুদ্ধে আমাদের দিয়ে হত্যা মামলা দিতে বাধ্য করে। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেডএ মাহমুদ ডনের ভগ্নিপতি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি মনিরুজ্জামান ও স্বৈরাচার হাসিনার চাচাতো ভাইদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এহেন নিকৃস্ট কাজ নেই যে, তিনি যুক্ত ছিলেন না। খুন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দস্যুতা থেকে শুরু করে নানাবিধ অপকর্মে জড়িত ছিলেন জেডএ মাহমুদ ডন। আমার ভাই আল আমিন শেখকে হত্যার পর মৃত লাশকে হাসপাতালে ফেলে রেখে পুলিশের এসআই সুকান্ত দাশ আমাকে থানায় ধরে নিয়ে যান এবং আমাদের বলেন, কাউন্সিলর ডন ভাইয়ের নির্দেশের বাইরে কিছু করা যাবে না। তার নির্দেশনার বাইরে কোন মামলা হবে না। প্রয়োজন হলে তোমাকেও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে এখনি জেলে পাঠাবো। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাই আল আমিন শেখকে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার লোহার গেট সংলগ্ন মামুনের রিকশা গ্যারেজের মধ্যে যখন নিয়ে যায়, তখন জেডএ মাহমুদ ডন মাদক ব্যাবসায়ী দেলোয়ার হোসেন দেলোকে ফোন করে বলতে থাকে যে, দেলোয়ার তুমি জলদি আসো, আল আমিনকে ধরে ফেলেছি। দেলোয়ার একটি কালো প্রাইভেটকারে আরো তিন চারজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রসহ হাজির হয়। ১ নং আসামী থেকে ১৫ নং আসামী পর্যন্ত আমার ভাইকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত উপুর্যপুরি কোপাতে থাকে। সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিহতের ভাই ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।