নাটোর প্রতিনিথি
নাটোরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আজিজুল হক নামে এক আওয়ামীলীগকর্মীর বাম হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুরে শহরের কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজিজুল হক একই এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুরে কালুর মোড় এলাকার একটি চায়ের স্টলে চা খাচ্ছিলেন আজিজুল। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আজিজুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণেই ঘটনাটি ঘটেছে।