ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি অপসারণ আইন তিন মাসের মধ্যে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১০, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিচারপতিদের অপসারণের আইন সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাস হওয়ার তিন মাসের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রী আনিসুল হক। সংবিধান সংশোধনী বিলটি চলতি অধিবেশনেই পাস হবে বলে নিশ্চিত করেছেন তিনি।Law-Minister

বুধবার দুপুরে জাতীয় সংসদে ওই মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘চলতি অধিবেশনেই বিলটি পাস করা হবে। তারপর ৯০ দিনের মধ্যে (তিন মাস) বিচারপতিদের অপসারণ বিষয়ক আইন পাস করা হবে। বিচারপতিদের অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটি কেমন হবে- আইনে সে বিষয়টি স্পষ্ট থাকবে। বিশেষজ্ঞদের মতামতও তখনই গ্রহণ করা হবে।’

বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ’ এর প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার আছে। কেউ যদি এ ধরনের কমিটি গঠন করে তা আইনের লঙ্ঘন হবে না।’

এদিকে বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ব্রিফিং করেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাসের মাধ্যমে সুপ্রিমকোর্ট আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।

সুরঞ্জিত বলেন, ‘এ বিল পাসের মধ্য দিয়ে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি উজ্জ্বল ও জনমনে আস্থাশীল হবে। সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদ একে অপরের পরিপূরক ও সম্পূরক। যারা এ দুটিকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চাচ্ছেন তারা গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

তিনি বলেন, ‘সংসদে উত্থাপিত বিলটির প্রস্তাবনার বক্তব্যগুলো বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। রিপোর্টে সংশোধন পরবর্তী সংবিধান অনুসরণীয় আইন প্রণয়নের জন্য জোরালো সুপারিশ থাকবে।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনুস ও সফুরা বেগম।