ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন পোপ ফ্রান্সিস

আর্ন্তজাতিক ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আবারও ক্ষোভ জানিয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) ভ্যাটিক্যানে ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে একটি বৈঠকে তিনি বলেন, গতকালও (শুক্রবার) শিশুদের ওপর বোমা হামলা হয়েছে। এটা নিষ্ঠুরতা, এটা যুদ্ধ নয়। এটি হৃদয় স্পর্শ করে। ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু হিসেবে পোপ সাধারণত সংঘাতে পক্ষ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকেন। তবে সম্প্রতি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে তিনি বেশ স্পষ্টভাষী হয়েছেন। সম্প্রতি তিনি বিশ্ব সম্প্রদায়কে ‘ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা হয়েছে কি না’ তা খতিয়ে দেখা উচিত বলে পরামর্শ দেন। ভ্যাটিকানের বিভিন্ন বিভাগের নেতৃত্বদানকারী ক্যাথলিক কার্ডিনালদের উদ্দেশ্যে বার্ষিক ক্রিসমাস ভাষণে পোপ ফ্রান্সিস শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। গত মাসে প্রকাশিত বইয়ের অংশ থেকে পোপ বলেন, কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন, গাজায় যা ঘটছে তার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। ক্যাথলিক ধর্মগুরু আরও বলেন, কুলপতি হিসেবে পরিচিত জেরুজালেমের ‘ক্যাথলিক বিশপ’ শুক্রবার খ্রিস্টানদের সঙ্গে দেখা করতে গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি।