ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র ৩.৬৮ শতাংশ!

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ ব্যাংকের উল্লেখযোগ্য সফলতা রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এসময়ে বক্তাগণ নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ রবিবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্রতা রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর মনিটরিং-ও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাঁদের বিপদে আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।
কর্মসংস্থান ব্যাংক-কে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমাদের সম্পদের অভাব রয়েছে কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক হতে ব্যাংকটিকে সহযোগিতা করবো। এছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি। এসময়ে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-র উদ্বোধন ঘোষণা ও উদ্যোক্তাদের নিকট ঋণের চেক বিতরণ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং সেক্টরের বিকাশে খেলাপি ঋণ যেখানে প্রধান অন্তরায়, সেখানে কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র ৩.৬৮ শতাংশ, যা বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংকের তুলনায় সন্তোষজনক। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা যখন ক্রমাগত বাড়ছে, তখন কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের এই হার সত্যিই প্রশংসার দাবি রাখে।’ অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংক ভালো করেছে। এমন সাফল্যের পেছনের কারিগরদের ধন্যবাদ জানান তিনি। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মসংস্থান ব্যাংকের সফলতা তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুদের হার কম, নিট ইনকাম কম, এমনকি ডিপোজিট নেওয়াও সম্ভব নয়। তারপরও কর্মসংস্থান ব্যাংক অদৃশ্যভাবে ভালো কাজ করে যাচ্ছে।