সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি। এসপিজি ব্যবহার করে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (এবি ডিরেক্ট) গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবার বিপরীতে ফি-চার্জ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংক ও এবি ব্যাংকের মধ্যে গতকাল সোমবার (২০ জানুয়ারি) এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও এবি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান। সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান ও এবি ব্যাংকের পক্ষে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলাম চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।