মিডল্যান্ড ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ২০১৭ সালে নারায়ণগঞ্জের তারাব ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কাযক্রম শুরু করে মিডল্যান্ড ব্যাংক। বর্তমানে দেশব্যাপী ২৯ জেলার ৭১ উপজেলায় রয়েছে ১৪০টি এজেন্ট ব্যাংকিং সেন্টার। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এজেন্ট ব্যাংকিং সম্মেলনের সভাপতিত্ব করেন। মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং মোটিভেশনাল স্পিচ দেন। সম্মেলনে ব্যাংকের ১৪০টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের এজেন্ট এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্টদের মধ্য থেকে বেশ কয়েকজন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য খন্দকার তৌফিক হোসেন, হেড অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এনআরবি ডিভিশন, নাজমুল হুদা সরকার, সিটিও অ্যান্ড হেড অব আইটি ডিভিশন, মো. রাশেদ আকতার, হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন ডিভিশন, ইমরান আল হাবিব, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।