খুলনায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মানিক হাওলাদার নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়। মানিক খুলনার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি। তিনি পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় আনার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের ভিতরে আরও এক ব্যক্তিকে উক্ত ঘটনার জের ধরে মারপিট করা হয়। তার অবস্থা আশঙ্কাজন। মৃত্যুর ঘটনা নিয়ে ২১নং ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে।