নড়াইলের লোহাগড়ার মরিচপাশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার লোহাগড়া উপজেলার মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ্যাডভোকেট এম মকবুল হোসেনের নামে প্রতিষ্ঠিত মোল্যা ওয়েলফেয়ার ফাউডেশনের আয়োজনে ফাউডেশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক অনুদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এসএম আব্দুল হক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমূখ। এ ফাউন্ডেশনের পক্ষে ৩১ জন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। জেলা প্রশাসক বলেন, শুধু ভাল ছাত্র হলেই হবে না আমাদের মানবিক ছাত্র হবে। মানবিক ছাত্র হলেই আমরা মানবিক দেশ গঠন করতে পারবো।