কৃষি উদ্যোগ সম্প্রসারণ আমরা করব অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করবো উদ্যোগে এই প্রতিপাদ্যকে সামনে রেখে “উদ্যোগ উন্নয়ন কর্মসূচি, আশ্রয়ের আয়োজনে ১৮ জানুয়ারি শনিবার ইকু রিসোর্ট, সৈয়দপুরে আশ্রয়ের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনছার আলী, উপ-পরিচালক এম আই এস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম আনোয়ার হোসেন, সহকারী পরিচালক মনিটরিং এন্ড প্রশিক্ষণ, নুর মোহাম্মদ, মহা অঞ্চল ব্যবস্থাপক (পঞ্চগড়) আশ্রয়। টিপু সুলতান, মহা-অঞ্চল ব্যবস্থাপক (দিনাজপুর) আশ্রয়, সাজেদুল হাসানসহ মহাঞ্চল ব্যবস্থাপক (রংপুর) আশ্রয়, জাহাঙ্গীর আলমসহ মহা-অঞ্চল ব্যবস্থাপক (সৈয়দপুর) আশ্রয়। উক্ত কর্মী সম্মেলন এ আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ শাখা ব্যবস্থাপক নুরুজ্জামানসহ অন্যান্য শাখা ব্যবস্থাপক এবং কর্মী বৃন্দ।