ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হক গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন মোহাম্মদ শাহ আলম, অভিভাবক সদস্য মো. ইমাম হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমোদনসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।