মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ঢাকার একটি ভেন্যুতে ‘এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫’ আয়োজন করেছে ‘ নেভিগেটিং চ্যালেঞ্জ, বিল্ডিং ট্রাস্ট’ এই প্রতিপাদ্যে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ হাজার এমটিবিয়ান একত্রিত হয়েছেন। এই অনুষ্ঠানটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে, যেখানে এমটিবি নতুন লোগো উন্মোচন করেছে, যা ব্যাংকের রূপান্তর ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী অনলাইনে সংযুক্ত হয়ে নতুন লোগোর উদ্বোধন করেন। এই গুরুত্বপূর্ণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকরা, মোঃ আব্দুল মালেক, খাজা নারগিস হোসেন ও ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ এবং স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা। এমটিবি’র নতুন লোগো উন্মোচন ব্যাংকের কর #খরহবড়ভঞৎঁংঃ ভিত্তিক দৃঢ় নতুন পরিচয়ের প্রতীক। এটি এমটিবি’র উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও অগ্রগতির প্রতিশ্রুতি বহন করে, যেখানে পারস্পরিক বিশ্বাস হবে নেতৃত্বের মূল ভিত্তি। অনুষ্ঠানে, সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, আজকের ব্যাংকিং বিশ্বে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য। রাশেদ আহমেদ চৌধুরী বলেন, এমটিবি’র নতুন পরিচয় গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বহন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমটিবি’র নতুন থিম সং উন্মোচন, যা ব্যাংকের পথচলা ও ভবিষ্যৎ আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছে। এ উপলক্ষে এমটিবি’র পরিচালক, মোঃ আবদুল মালেক, এমটিবির সদ্য সাবেক চেয়ারম্যান, বলেন, “আমাদের নতুন লোগো শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের পারস্পরিক বিশ্বাসের ভিত্তি, গ্রাহক প্রতিশ্রুতি ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।” এছাড়াও, পরিচালক, ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ ও স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী তাদের বক্তব্যে ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও ব্র্যান্ড পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সকল এমটিবিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন লোগো শুধু ডিজাইনের পরিবর্তন নয়, এটি ব্যাংকের বর্ধিত সক্ষমতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫ ব্যাংকের সাফল্য উদযাপন, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ ও বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এমটিবি’র অবস্থান সুসংহত করার মঞ্চ হিসেবে কাজ করেছে। এই নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমটিবি’র জন্য নতুন যুগের সূচনা হলো যার ভিত্তি হচ্ছে নতুনত্ব, উদ্ভাবন, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাস।